নারায়ণগঞ্জের বন্দরে একটি বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণে দুই শিশু নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে নারীসহ অন্তত ৫ জন।
শুক্রবার (৮ মে) সকালে বন্দরের দিঘিরপাড় এলাকার একটি বাড়ির ঘটনা। নিহতরা হলেন শিশু মাসনুন ও জিসান।
পুলিশ জানায়, রাতে দুই ভাই বাড়ির নিচ তলায় সেপটিক ট্যাংকের উপর ঘুমিয়ে ছিলো। হঠাৎই বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহতদের নেয়া হয় ঢাকা মেডিকেলে।