বন্দরের কদমরসুল পূর্বপাড়া এলাকায় শনিবার আকিজ সিমেন্টের ট্রাকের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
নিহত সাফায়েত (৯) কদম রসুল কিন্ডার গার্টেন স্কুলের ৩য় শ্রেণির ছাত্র ও একই এলাকার মাসুম মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে সাফায়েত স্কুল থেকে এসে রাস্তার পাশে খেলা করছিল। এ সময় আকিজ সিমেন্টের একটি ট্রাক রাস্তার পাশে দাঁড় করানো ছিল। চালক ট্রাকটি চালু করে পেছনের দিকে এসে খেলারত শিশু সাফায়েতকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর ও চালকের সহকারীকে আটক করলেও চালক পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
এলাকাবাসীর অভিযোগ, আকিজ সিমেন্ট কোম্পানির গাড়ি এ রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে চলাচল করে। প্রায় সময় ভারি মালবাহী গাড়িতে অনেকে দুর্ঘটনায় আহত ও নিহত হচ্ছে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ট্রাক চালক ও তার সহকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।