নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টায় ঢাকা-আড়াইহাজার মহাসড়কের বিনাইর চর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের নাম শাহ আলম (৪০)। তার বাড়ি নরসিংদী সদর উপজেলার চরভাসানিয়া গ্রামে। তিনি পেশায় পাওয়ারলুম ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহআলম একটি অটোরিকশা দিয়ে সকালে কাপড় বোঝাই করে উপজেলার কালিবাড়ি যাচ্ছিলেন। এ সময় বিনাইচর এলাকায় পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি সিএনজি ধাক্কা দেয়। এতে অটো রিকশাটি উল্টে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের বাজার/একেএ