নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিকআপ ও মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুরের মতলবের রফিকুল ইসলাম, গাইবান্ধার পলাশবাড়ী এলাকার মাহাদীপুরের মিন্টু মিয়া ও মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়ি এলাকার বোরহান উদ্দিন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক।
তিনি জানান, সানারপাড় এলাকা দিয়ে একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় মাইক্রোবাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ হলে পিকআপে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।