নারায়ণগঞ্জে ২৩ জনের ফাঁসির আদেশ

নারায়ণগঞ্জরে আড়াইহাজারে আলোচিত চার খুন মামলার রায়ে ২৩ আসামির ফাঁসি দিয়েছেন আদালত। ১৭ মে,বুধবার দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ দ্বিতীয় অতরিক্তি জেলা ও দায়রা জজ কামরুন নাহার এ আদশে দেন। এ মামলায় মোট ২৩ জন আসামির মধ্যে ১৯ জন আদালতে উপস্থতি ছিলেন এবং ৪ জন পলাতক রয়েছে।

আদালতের অতিরিক্ত পাবলকি প্রসিকিউটর জাসমীন আহমদে জানান, আসামিদরে দোষ প্রমাণিত হওয়ায় আদালত ২৩ জনরে ফাঁসির আদশে দিয়েছেন। আসামী পক্ষরে আইনজীবী বারী ভুইয়া ও খোরশদে আলম মোল্লা বলনে, আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। আপলি করার ব্যাপারে আসামিদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

আদালতে উপস্থিত ১৯ আসামিরা হলনে, প্রধান আসামি আবুল বাশার কাশু, ডালমি, ইয়াকুব আলী, রফিক, হালিম, রুহুল, শাহাবুদ্দিন, লিয়াকত আলী মাষ্টার, সরিাজ উদ্দিন, ইদ্রসি আলী, মোহাম্মদ হোসনে, আবু কালাম, আহাদ আলী, ইউনুছ আলী, জহির উদ্দিন, ফারুক হোসনে, গোলাম আযম, আব্দুল হাই ও খোকন। এছাড়া আল-আমিন, রুহুল আমনি, তাজুল ইসলাম ও হারুন পলাতক রয়েছে।

উল্লখ্যে, ২০০২ সালের ১২ মার্চে বর্তমান আড়াইহাজার থানা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের ছোট ভাই বারেক, ফুফাতো ভাই বাদল, আওয়ামী লীগ কর্মী ফারুক ও কবীরকে বাড়ি থেকে ধরে নিয়ে নির্যাতনের পর আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করে তৎকালীন গোপালদী ইউনয়িন বিএনপির সভাপতি আবুল বাশার কাশু ও তার লোকজন। এ ঘটনায় ২৩ জনকে পুলশ অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল কর।

জানা যায়, এ হত্যাকাণ্ডের পর নিজের অস্তিত্ব রাখতে প্রভাবশালী আবুল বাশার কাশু বিএনপি নেতা-কর্মীদের নিয়ে ২০১৪ সালের ২১ অক্টোবর আওয়ামী লীগে যোগ দেন।

আজকের বাজার:এলকে/এলকে/ ১৭ মে ২০১৭