১৯৯৩ সনে এস.এস.সি পরীক্ষায় অংশ নেয়া নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীরা ব্যতিক্রমি মহা-সম্মিলনের আয়োজন করে। মূল লক্ষ্য ছিল- থাকবেনা কোন ব্যস্ততা, যেখানে সবুজ মন ছুটে চলে দূরন্ত গতিতে, সেখানে ক্ষণিকের জন্য ফিরে যাবার আত্ম-প্রত্যয় নিয়েই অনুষ্ঠিত হয় ঝমকালো এ মহা আয়োজন।
নারায়ণগঞ্জের সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে শুক্রবার দিনব্যপী আয়োজিত বর্ণিল ‘রজত জয়ন্তী’ অনুষ্ঠানে সেই চিত্রই ফুটে ওঠে।
দিনের শুরুতে শহীদ মিনার চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে এসে শেষ হয়।
জেলার নারায়ণগঞ্জ হাই স্কুল, বি.এম. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ বার একাডেমি, মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়, জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়, আই.ই.টি সরকারী উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়, হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়, বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়, গণবিদ্যা নিকেতন, আদর্শ স্কুল নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়- থেকে ১৯৯৩ সনে এস.এস.সি পরীক্ষায় অংশ নেয়া হাজারো শিক্ষাথীর পদচারণায় মুখরিত হয়ে উঠে ক্রীড়া কমপ্লেক্সের মাঠ চত্ত্বর।
মধ্য বিরতিরপর শুরু হয় স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। আর সন্ধ্যারপর ঝমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে, সঙ্গীত পরিবেশন করেন দেশখ্যত সঙ্গীত শিল্পীরা। এ সময় অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন, আবার অনেক ফিরে যান ২৫ বছর আগের কৈশরের সেই স্মৃতি জড়ানো সিগ্ধ চাদরের ষ্পর্ষে। ফিরে যাবার আগে পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরেন গভীর আবেশে। নিশ্চুপ হয়ে যান ক্ষনিকের তরে। এ মিলন মেলা যেন ক্ষানিকটা সময়ের জন্য তাদের ফিরিয়ে নিয়ে গিয়েছিল সেই কৈশরে।
আজকের বাজার:এলকে/ ২৭ জানুয়ারি ২০১৮