নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণে আরেক মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৩৪

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে দগ্ধ আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেছেন।

এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে পৌঁছেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন সিফাত (১৮) আজ সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এর আগে শনিবার দগ্ধ দুজন হাসপাতালে মারা যান।

গত ৪ সেপ্টেম্বর রাতে ফতুল্লায় এশার নামাজের সময় বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণে প্রায় ৪০ মুসল্লি আহত হন। তাদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছিল।