জেলার সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় সালাহউদ্দিন শিকদার (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-ডেমরা সড়কের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাহউদ্দিন শিকদার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী পূর্বপাড়ার মৃত রহম আলীর পুত্র। পুলিশ জানায়, সালাহউদ্দিন শিকদার মোটরসাইকেল যোগে শিমরাইল থেকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে একইদিক থেকে আসা একটি কাঠ বোঝাই ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেওয়ায় ঘটনাস্থলেই সালাহউদ্দিন শিকদার নিহত হন। এ সময় তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সালাহউদ্দিন শিকদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গৌতম তেয়ারি জানান, ট্রাক চাপায় নিহত সালাহউদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি জানান, পুলিশ ঘাতক ট্রাকটি চালকসহ আটক করেছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান