নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ত্রিবর্দী এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন।
সোমবার ২৬ ফেব্রুয়ারি আনুমানিক বেলা ১ টা ২০ মিনিটে ঢাকা চট্রগ্রাম মহাসড়কে এ র্দুঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পিছন থেকে একটি লরি যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে এমন ঘটনা ঘটে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম সাংবাদিকদের জানান, ঢাকার সায়দাবাদ থেকে চট্রগ্রামের উদ্দেশে যাওয়ার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ত্রিবদী এলাকায় একটি লরি বাসটিকে ধাক্কা দেয়। ফলে ঘটনা স্থলেই ২ জন মারা যায়। আহতদেও উদ্ধার করে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজে ৪ জন ও সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন মারা যায়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায় নি।
আজকের বাজার: আরজেড/আরএম/ ২৬ ফেব্রুয়ারি ২০১৮