নারিকেলের ভিতর ইয়াবা, আটক ১

নারিকেলের ভিতর ইয়াবা বহন করার সময় মোশারফ  নামে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)।

শুক্রবার (২৫ মে) বিকালে রাজধানীর আগারগাঁও এলাকা  থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আগারগাঁও এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন মোশাররফ। হাতে ব্যাগ। সন্দেহ হওয়ায় র‍্যাব সদস্যরা তল্লাশি করেন। ব্যাগে পাওয়া যায় একটি নারিকেল। একটু নাড়তেই দুই ভাগ হয়ে যায় নারিকেল। সেখান থেকে বেরিয়ে আসবে এক প্যাকেট ইয়াবা বড়ি। গুনে গুনে মেলে তিন হাজার ৯৭৫ টি ইয়াবা বড়ি।

র‍্যাব-২ এর সহকারি পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) ফিরোজ কাওসার বিষয়টি নিশ্চিত করেন।

ফিরোজ কাওসার জানান, আটকের পর ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মোশাররফ নিয়মিত একস্থান থেকে অন্যস্থানে ইয়াবা পৌঁছে দেয় বলে জানায়।

আটক ব্যক্তির কাছ থেকে আরো তথ্য বের করার চেষ্টা চলছে  বলে জানিছে এএসপি ফিরোজ কাওসার ।

আরজেড/