নারীকে আপত্তিকর প্রস্তাব গাজী রাকায়েতের!

টিভি মিডিয়াতে কোনো অনিয়ম হলে, কেউ প্রাপ্য সম্মানী না পেলে বা কোনো নারী শিল্পী কোনো ভাবে হেনস্থা হলে যার কাছে যাবেন, আজ তিনিই এক বিব্রতকর অপরাধে অভিযুক্ত!

বলছি নাট্য পরিচালক সংগঠনের সভাপতি জনপ্রিয় অভিনেতা গাজী রাকায়েতের বিরুদ্ধে এক নারীকে উত্যক্ত করার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গাজী রাকায়েতের ম্যাসেঞ্জার থেকে ওই নারীকে আপত্তিকর প্রস্তাব দেয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী।

অভিযোগকারী মেসেঞ্জারের কথপোকথনের স্ক্রিন শট একটি ক্লোজ গ্রুপে প্রকাশ করে দিয়েছেন। আর এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় হৈচৈ। তবে গাজী রাকায়েত তার ম্যাসেঞ্জার থেকে সেসব কথোপকথনের কথা স্বীকার করলেও সেটি নিজে করেননি বলে দাবি করেছেন।

এদিকে ওই নারী রাকায়াতের এমন নোংরামির সঠিক বিচার কিংবা রাকায়েত যেন তার অন্যায় স্বীকার করে ক্ষমা চান সে দাবি জানান। তবে গাজী রাকায়েত দাবি করেন, তার ম্যাসেঞ্জারের পাসওয়ার্ড তার ছাত্র ও পরিচিতজনসহ ৫/৬ জনের কাছে ছিল। তারা কেউ এ কাজ করেছে বলে তার দাবি।

পরিচালকদের সংগঠন এবং সুপরিচিত নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদের সহায়তায় বিষয়টি মিটমাটের চেষ্টা হবে বলেও জানান রাকায়েত।

আজকেরবাজার/এসকে