নারীদের গোয়ালে না রাখার শপথ হিমাচলে

নতুন বছর একটু অন্য ভাবেই শুরু করল ভারতের হিমাচল প্রদেশের অপূর্ব সুন্দর জেলা কুলু। নারী সম্মান সরকারি প্রকল্পের মাধ্যমে ঋতুচক্র সংক্রান্ত কুসংস্কার ভেঙে ফেলার শপথ নিল পাহাড় কোলের এই শহর।
গত সোমবার বছরের প্রথম দিন এই ক্যাম্পেনের সূচনা করে কুলুর ডেপুটি কমিশনার ইউনুস খান বলেন, হিমাচল প্রদেশকে ‘দেবভূমি’ বলা হয়। অথচ এখনও এখানে ঋতুমতী মহিলাদের অচ্ছুত্ করে রাখা হয়। এখনও প্রতি মাসে কুলু জেলার ২০৪টি পঞ্চায়েতের মধ্যে ৯১টিতে ঋতুকালীন সময়ে বহু মহিলার গোয়ালঘরে রাত কাটানোর রীতি রয়েছে। শুধু কুলুতেই নয়, হিমাচলের অনেক প্রত্যন্ত এলাকাতেই এখনও এই রীতি প্রচলিত রয়েছে।

১ জানুয়ারি কুলুর নউজানা গ্রাম থেকে শুরু হল এই ক্যাম্পেন। কুলু জেলা পরিষদের সভাপতি রোহিনি চৌধুরী জানান, জেলায় প্রতিটি বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে জানা হবে, সেই পরিবারে ঋতুমতী মহিলাদের এ ভাবে অচ্ছুত্ করে রাখা হয় কি না। তার পর সেই মহিলাদের নিয়ে শুরু হবে ক্যাম্পেন।

সূত্র: আনন্দবাজার

আজকের বাজার : ওএফ/ ৩ জানুয়ারি/ ২০১৮