১৯৮১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, নারীদের জন্য নিয়ে এসেছে তিনটি দারুণ অফারসহ ‘লেডি আনবাউন্ড’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মাধ্যমে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড বাংলাদেশে নারীর ক্ষমতায়নের উন্নয়নে একটি শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করেছে।
‘লেডি আনবাউন্ড’ ক্যাম্পেইনের অধীনে তিনটি অফার হলো- নারীদের যেকোনো সেবার জন্য একটি নিবেদিত রিলেশনশিপ ম্যানেজার, অটো লোনের সঙ্গে নারীদের জন্য ব্র্যাক ড্রাইভিং স্কুলে বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ এবং ১০ লাখ টাকা অথবা এর অধিক একটি লোন অথবা ডিপোজিটের সাথে দুই জনের জন্য হোটেল র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে কমপ্লিমেন্টারি ডিনার।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডে আমরা নারীর ক্ষমতায়নকে সত্যিকার অর্থে গুরুত্ব দিয়ে নারীদের আর্থিক স্বাধীনতার বিষয়টিকে প্রধান বিবেচ্য বিষয় হিসেবে নিয়েছি। ‘লেডি আনবাউন্ড’ ক্যাম্পেইনের অধীনে আমাদের সব ধরনের পণ্যে নারীবান্ধব অফার নিয়ে আসার মাধ্যমে আমরা এই লক্ষ্য বাস্তবায়ন করছি।