আসন্ন ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নারীদের প্রশিক্ষণ ও কর্মপরিবেশ তৈরিতে সুবিধা বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (০৭ জুন) আগামী অর্থবছরের জন্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসময় তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ঘূর্ণায়মান আকারে ৮টি বিভাগীয় শহরে এবং ৬৪টি জেলা শহরে ও ৪২৬টি উপজেলায় তৃণমূল পর্যায়ের ২ লক্ষ ১৭ হাজার ৪৪০জন নারীকে আয়বর্ধনমূলক প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ৬৪টি জেলার ৪৮৮টি উপজেলায় মাথাপিছু ৫ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত ঋণ বিতরণ করা হচ্ছে। রাজস্ব বাজেট থেকে অর্থায়িত ২৫টি কর্মসূচির মাধ্যমে নারী উদ্যোক্তাদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
ঢাকাসহ বিভিন্ন জেলা-উপজেলায় কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণ ও শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন/সম্প্রসারণ করা হচ্ছে।
আজকের বাজার/এমএইচ