নারীরা আমাকে পাত্তাই দিত না: রণবীর

রণবীর সিং। কখনো বাজিরাও, কখনো খিলজি, আবার কখনো রিকি বেহেল, তার করিশমায় ঘায়েল নারী মহল। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিজে সং সেজে মাঝে মাঝে দেখা দেন তিনি। কিন্তু পর্দায় তার দিক থেকে চোখ ফেরানো মোটেই সহজ নয়। তাই নারী ব্রিগেড রণবীর সিং বলতে অজ্ঞান!

শুধু তো অভিনেতা রণবীর নয়। প্রেমিক রণবীরও বাস করেন রমণীদের মনে। যেভাবে প্রেয়সী দীপিকা পাডুকোনকে প্রেমে আগলে রাখেন রণবীর, তাতে তার অনুরাগিণীদের মনে ঘুরপাক খায়, আমার প্রেমিকও যদি রণবীরের মতো হতো।

অভিনেতা রণবীর ও মানুষ রণবীর সব মিলিয়ে তাই এবারো ‘মোস্ট ডিজায়রেবল ম্যান’ হয়েছেন। এর আগে ২০১৫-তেও এই একই খেতাব জিতেছিলেন তিনি।

কিন্তু এসবের পরেও রণবীর জানিয়েছেন, নারীরা নাকি আগে পাত্তাই দিতেন না তাকে। তবে তা যে বেশ অনেক বছর আগের কথা, তা জানিয়েছেন রণবীর।

এক সাক্ষাৎকারে রণবীর জানান, নবম শ্রেণি পর্যন্ত তিনি খুব স্থূলকায় ছিলেন। বলেন, আমি ভিতর থেকে এখনো ওই মোটা বাচ্চাটাই রয়ে গেছি, যে নারীদের কোনো পাত্তা পেত না।

কিন্তু কেন এমন বললেন রণবীর? তার মতে, ওই সময়গুলোই তাকে আজকের রণবীর সিং হতে সাহায্য করেছে। তাই সারাজীবন এমনই থেকে যেতে চান তিনি।

এস/