মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, নারীর ক্ষমতায়ন, বৈষম্যহীন ও সমতাভিত্তিক নির্যাতনমুক্ত সমাজ গঠনে বর্তমান সরকার দৃঢ় সংকল্পবদ্ধ।
আজ রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী কর্মসূচি ও জাতীয় সংলাপের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নারীর প্রতি যেকোনো ধরনের সহিংসতা রুখতে ও সুরক্ষা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সম্মিলিতভাবে সবাইকে কাজ করতে হবে। অন্যদিকে নারীর সুরক্ষায় সরকার গত ১০ বছরে সময়োপযোগী অনেক আইন ও নীতি প্রণয়ন করেছে এবং কিছু আইন সংস্কার করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার ও বাংলাদেশে ইউএন রেসিডেন্ট কোর্ডিনেটর মিয়া সেপ্পো ও স্বাগত বক্তব্য দেন ড. আবুল হোসেন। অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ইউনাইটেড ন্যাশনস ইন বাংলাদেশ। খবর:বাসস
আজকের বাজার/আখনূর রহমান