নারীর শ্লীলতাহানির অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর থেকে ওমর ফারুক (৬০) নামে এক বাংলাদেশি ফল বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই বাংলাদেশি ফল বিক্রেতার বিরুদ্ধে নারীর গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি অভিযোগে উঠেছে।
খবরে বলা হয়েছে, শহরের মিডটাউন ম্যানহাটানে ৩৭ স্ট্রিট এবং নাইন্থ এভিনিউতে রাস্তার পাশে ফলমূল বিক্রি করতেন চাঁদপুরের মতলবের সন্তান ওমর ফারুক।
পুলিশ জানায়, ২১ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় মধ্যবয়েসী এক নারী ওই দোকানে ফল ক্রয় করতে আসেন। ফল দেখার সময় ওমর ফারুক তার শরীরে হাত দেন। বুকে হাত ঢুকাতে চেষ্টা করেন। ওই নারী চিৎকার করে এমন আচরণের প্রতিবাদ করে পুলিশকে ফোন করেন। পুলিশ এসে ওমর ফারুককে গ্রেপ্তার করে। বর্তমানে ওমর ফারুক জেলে রয়েছে বলে সর্বশেষ সংবাদে জানা গেছে।
আজকের বাজার/এমএইচ