নারীর স্তন এক ধরনের জৈবিক প্রতারণা

কিন্তু পৃথিবীর সব স্তন্যপায়ী প্রাণীর মধ্যে কেন শুধু মানব নারীদেরই উল্লেখযোগ্য আকারের স্তন আছে, এই প্রশ্নের নিশ্চিত কোনো উত্তর এখনো পাওয়া যায়নি।

দ্য ন্যাশনাল সেক্সুয়ালিটি রিসোর্স সেন্টারের গবেষক ডেভিড পি. মনে করেন, নারীর পরিপূর্ণ স্তন খুব সহজেই তার উর্বরতা ও সন্তানকে খাওয়ানোর সক্ষমতার কথা জানান দেয়।

নারীর স্তনের ব্যাপারে অনেক বিজ্ঞানী ‘হ্যান্ডিক্যাপ প্রিন্সিপল’ নামের একটি বিবর্তন তত্ত্বের উল্লেখ করে থাকেন। এ তত্ত্ব অনুসারে, স্তন নারীর প্রজনন স্বাস্থ্য নির্দেশ করে, যদিও তাদের সবসময় ভারি একটি অঙ্গ বয়ে বেড়াতে হয়।

বারাশ ও লিপটন এ তত্ত্বের ব্যাখ্যা দিতে গিয়ে পুরুষ ময়ূরের প্রসঙ্গ টেনেছেন। পুরুষ ময়ূরও প্রজননের সময় পেখম মেলে স্ত্রী সাথির জন্য অপেক্ষা করে।

এই দুই গবেষক আরো মনে করেন, নারীর স্তন সবসময় স্ফীত দেখা গেলেও সন্তান জন্মদানের সময়েই শুধু এটিতে দুধ জমা হয়। বাকি সময় স্তন চর্বি দিয়ে ভরা থাকে।

আজকের বাজার/আরআইএস