ঢাকা জেলার আশুলিয়া ও ধামরাই এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) নারীসহ পাঁচজন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
শনিবার, ২৯ ফেব্রুয়ারি দুপুরে তাদের আটকের বিষয়টি জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার।
তিনি জানান, র্যাব-৪ এর পৃথক অভিযানে আনসারুল্লাহ বাংলা টিমের একজন নারী সদস্যসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জঙ্গি সংগঠনের লিফলেটসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
বিকেল সাড়ে ৩টায় রাজধানীর কারওয়ানবাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এএসপি সুজয় সরকার।
আজকের বাজার/এমএইচ