নারী উদ্যোক্তাদেরকে জামানত ছাড়া ঋণ দিতে দেশের ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। আজ সোমবার রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির মিলনায়তনে ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা -২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, দেশে এমন অনেক ব্যবসায়ী আছে যারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে সেই টাকা শোধ করেনি। কিন্তু, এমন কোনো ঋণ খেলাপী নারী নেই, যাদের নামে এ ধরণের কথা হয়। নারী উদ্যোক্তাদের ২৫ লাখ টাকা ঋণ নিতে জামানত দিতে হয়। জামানত তারা কোথা থেকে দেবে। তাদের কতটুকুই বা সম্পদ থাকে। নারীকে সুযোগ দিতেই হবে। তাদেরকে জামানতবিহিন আরও বেশি লোন দিতে হবে।
দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মন্তব্য করে তিনি বলেন, ৪০ লাখ নারী গার্মেন্টসে কাজ করছে। তারা কিন্তু গার্মেন্টসের মালিক না। তবে এদের মধ্যে যদি একটা নারী মালিক হতো, তাহলে কতো নারীর কর্মসংস্থান হতো। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। যেদিন শুধু ৪০ লাখ নারী গার্মেন্টসে কাজ করবে না। ৪০ লাখ নারী গার্মেন্টসের মালিক হবেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমরা বিনা খরচে সারা বাংলাদেশে ১৮টি ট্রেডে প্রশিক্ষণ দিতে শুরু করেছি। এসব প্রশিক্ষণার্থীকে যাতাযাত ভাড়াও আমরা দিচ্ছি। এজন্য ২ হাজার ৫০ কোটি টাকার একটি প্রকল্প পাশ হয়েছে।
নারী উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, আপনারা বাণিজ্যিক ব্যাংকে যাবেন। সেখান থেকে অধিক হারে এসএমই ঋণ গ্রহণ করবেন। নারীর ক্ষমতায়নে বর্তমান সরকার অনেক প্রকল্প হাতে নিয়েছে। এগুলো বাস্তবায়নে আপনাদের এগিয়ে আসতে হবে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের রোল মডেল হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান আনিস এ খান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবদুর রহিম।
সুত্র: অর্থসূচক