নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিন

নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ প্রদান এবং ঋণ প্রদান প্রক্রিয়া সহজ করার আহ্বান জানানো হয়েছে।।

৯ জুলাই রোববার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলানায়তনে নারী উদ্যোক্তা উন্নয়নে আয়োজিত দুই দিনব্যাপী কর্মশালায় বক্তারা এ আহ্বান জানায়।ডিসিসিআই এবং সুইজারল্যান্ডভিত্তিক ট্রেস্ট্রেল গ্রুপ ফাউন্ডেশন যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় নারী উদ্যোক্তাদের পণ্য উৎপাদন ও বিপণন, ব্যবস্থাপনা, পার্টনারশিপ, বাজার সম্প্রসারণ, ক্রেতা নির্বাচন এবং অর্থায়ন বিষয়ে ধারণা দেওয়া হয়।

কর্মশালায় নারী উদ্যোক্তা এবং দোহাটেক-এর চেয়ারম্যান দোহা শামসুজ্জোহা বলেন, বাংলাদেশের নারী উদ্যোক্তারা বেশিরভাগই এসএমই। তবে সাম্প্রতিক সময়ে অনেক নারী উদ্যোক্তা বৃহৎ শিল্প স্থাপনে দক্ষতার পরিচয় দিয়েছেন। তাই নারী উদ্যোক্তাদের সহজশর্তে ঋণ দিতে হবে। এছাড়া ঋণ প্রদান প্রক্রিয়া সহজ করারও আহবান জানান তিনি।

ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান বলেন, আমাদের দেশে নারী উদ্যোক্তারা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নানা ধরণের প্রতিবন্ধকতার মুখোমুখি হন। যেমন-মূলধন সংগ্রহ, লাইসেন্স প্রাপ্তি এবং ব্যবস্থাপনার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা রয়েছে। ব্যাংক ঋণ প্রাপ্তির ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের সংখ্যা খবুই কম বলে জানান তিনি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য উল্লেখ করে ঢাকা চেম্বারের সভাপতি বলেন, ২০১৬ সালে এসএমই খাতের নারী উদ্যোক্তাদের মাঝে ৫ হাজার ৩৪৫ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। যা এই খাতে মোট ঋণ বিতরণের মাত্র ৩ দশমিক ৭৭ শতাংশ।

নারী উদ্যোক্তাদের প্রতিবন্ধকতা নিরসনে ও নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা আনতে রাষ্ট্রীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান আবুল কাসেম খান।

এনভয় ওয়ার্ল্ড-এর প্রতিনিধি রালফশোনবাখ এবং ট্রেস্ট্রেল গ্রুপ-এর প্রতিনিধি জিনেটি উইডম্যান দুই দিনব্যাপী কর্মশালাটি পরিচালনা করেন।এতে প্রায় ৮০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

ঢাকা চেম্বারের মহাসচিব এএইচএম রেজাউল কবির অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন।

আজকের বাজার:এলকে/ এলকে/ ০৯ জুলাই ২০১৭