স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের নারী উদ্যোক্তা প্রতিষ্ঠানসমূহে সহযোগিতা করতে ইউএনএফপিএ -এর প্রতি আহবান জানিয়েছেন। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. অশা বৃত্ত টরকেলসন রোববার সংসদে স্পিকারের কার্যালয়ে ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাত করলে তিনি এ আহবান জানান।
সাক্ষাৎকালে তাঁরা সংসদীয় কার্যক্রম, নারীর ক্ষমতায়ন ও নারী দিবসের গুরুত্বসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সাক্ষাতকালে স্পিকার বলেন, ইউএনএফপিএ বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে যা প্রশংসনীয় । জাতীয় সংসদের সঙ্গেও ইউএনএফপিএর প্রকল্প রয়েছে -যেখানে সংসদ সদস্যগণ সম্পৃক্ত হয়ে কাজ করছেন। তিনি সামাজিক ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশে মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস এবং বাল্যবিবাহরোধে ইউএনএফপিএ-এর ভূমিকার প্রশংসা করেন।
তিনি বলেন, মাতৃ ও শিশু স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ইউএনএফপিএ-এর অব্যাহত সহযোগিতা জাতীয় উন্নয়নে ইতিবাচক অবদান রাখছে। তিনি ভবিষ্যতে ইউএনএফপিএ -এর সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।
জয়িতা প্রকল্পের উল্লেখ করে স্পিকার বলেন, জয়িতার মাধ্যমে নারীরা সক্ষমতা অর্জন করছে। কর্মসংস্থানের পাশাপাশি পণ্য সামগ্রী তৈরি ও বাজারজাতকরণে সরকারি সহায়তায় এ প্রকল্প ইতোমধ্যে সারাদেশে সাড়া জাগিয়েছে।
ড. অশা বৃত্ত টরকেলসন স্পিকারকে নারী নেতৃত্বের অনন্য প্রতীক উল্লেখ করে বলেন, সুযোগ তৈরী করে দিলেই নারীরা এগিয়ে আসবে--সক্ষমতা অর্জন করবে। নারী ক্ষমতায়নে বাংলাদেশ অনুকরনীয়।
জয়িতা প্রকল্পের প্রশংসা করে তিনি বলেন, নারী স্বাস্থ্য ও নারীদের সৃজনশীলতা বৃদ্ধিতে ইউএনএফপিএ বাংলাদেশের পাশে থাকবে। তিনি মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, মাতৃমৃত্যু হার হ্রাস এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে বাংলাদেশ জাতীয় সংসদের সাথে যৌথ কার্যক্রম আরও জোরদার করারও আগ্রহ প্রকাশ করেন।
এমআর/