জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া বলেছেন, চট্টগ্রাম উইম্যান চেম্বার নারী উদ্যোক্তা তৈরির কাজ করছে। এর মাধ্যমে নারীরা যেমন ক্ষমতায়িত হচ্ছে, তেমনি তাদের পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরে আসছে।
বুধবার চট্টগ্রাম নগরীতে ১৩ম আন্তর্জাতিক উইম্যান এসএমই মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিডব্লিউসিসিআই) মেলার আয়োজন করে।
সিডব্লিউসিসিআই’র সাবেক সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই)’র সভাপতি মাহবুবুল আলম, পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) চট্টগ্রাম মেট্রোর সভানেত্রী মির্জা মাহবুবা সোমা,সিডব্লিউসিসিআই’র প্রথম সহসভাপতি ডা. মুনাল মাহবুব বক্তব্য রাখেন।
এনবিআর চেয়ারম্যান বলেন,নারী উদ্যোক্তারা ব্যবসা বাণিজ্যে অনেক বেশী দায়িত্বশীল, যার ফলে ব্যাংক ঋণ পরিশোধের ক্ষেত্রেও তারা বেশি সচেতন।
সিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য পুরুষের পাশাপাশি ৫১ শতাংশ নারীকে কর্মক্ষম করে তুলতে হবে।
মনোয়ারা হাকিম আলী তার বক্তব্যে বলেন, ইতোমধ্যে আমরা আন্তর্জাতিক পরিমন্ডলে অনেক বেশি সংযোগ স্থাপনে সক্ষম হয়েছি, যার ফলশ্রুতিতে এবার প্রথম ইন্দোনেশিয়াকে পার্টনার কান্ট্রি হিসেবে মেলায় সম্পৃক্ত করা গেছে।
অনুষ্ঠানে মোশাররফ হোসেন প্যাভেলিয়ন ক্যাটাগরিতে ১ম স্থান অধিকারী পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), মেলায় অংশগ্রহণকারী,স্পন্সর ও সহযোগী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেন।
আজকের বাজার/এমএইচ