প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নারী উন্নয়নে বাংলাদেশের দৃষ্টান্ত বিশ্বের কাছে তুলে ধরেছি। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে।
বুধবার সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গত রোববার বৈশ্বিক নারী বিষয়ক সম্মেলনে (গ্লোবাল সামিট অন উইমেন) যোগদান শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে বৈশ্বিক নারী বিষয়ক ওই সম্মেলনে যোগ দিতে ২৭শে এপ্রিল সিডনিতে যান প্রধানমন্ত্রী।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেছেন বলেও জানান তিনি। তিনি বলেন, অস্ট্রেলিয়া আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দেবে জাতিসংঘ।
সম্মেলনে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ সম্মাননা দেয়া হয় শেখ হাসিনাকে।
এর আগে, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে চলতি মাসের ১৫ তারিখে দুই দিনের সফরে সৌদি আরব যান প্রধনমন্ত্রী শেখ হাসিনা। সেখানে গাল্ফ শিল্ড-১ নামের একটি যৌথ সামরিক মহড়ার কুচকাওয়াজ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। যুক্তরাজ্য ও সৌদি আরবে আট দিনের রাষ্ট্রীয় সফর শেষে ২৩শে এপ্রিল দেশে ফিরেন তিনি।
আরজেড/