সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড-এ ‘ব্যাংকের উন্নয়নে নারী কর্মকর্তাদের অবদান শীর্ষক’ এক মতবিনিময় সভা ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল ফারুক, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোঃ মনিরুজ্জামান এবং ব্যাংকের প্রধান কার্যালয়, বিভিন্ন শাখা ও উপশাখার নারী কর্মকর্তাগণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
ব্যাংকের উন্নয়নে নারীকর্মকর্তাদের অবদান বিশেষ গুরুত্বপূর্ণ উল্লেখ করে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, ব্যাংকের উন্নয়নে নারী কর্মকর্তাবৃন্দও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি নারী কর্মকর্তাদের পেশাগত উন্নয়নের জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন এবং আগামীতে ব্যাংকের উন্নয়নে নারীরা আরও অধিকতর অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।