দেশের জাতীয় পর্যায় ও ঘরোয়া ক্রিকেটে খেলা সকল নারী খেলোয়াড়দের জন্য এককালীন ২০ হাজার টাকা করে সাহায্য দেয়া হবে বলে জানিয়েছে বিসিবি। আজ (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয় বিসিবি।
বিজ্ঞপ্তিতে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানান, করোনাভাইরাসের কারণে সবধরনের খেলাধুলা বন্ধ থাকায় এ সাহায্য দেয়া হয়েছে। এর আওতাধীন থাকবেন ২০১৮-১৯ মৌসুমের নারী জাতীয় লিগ এবং বিসিবির ২০১৯-২০ সালের নির্বাচিত ক্যাম্পে থাকা খেলোয়াড়রা।
তিনি বলেছেন, ‘পুরুষ ক্রিকেটারদের মতো বেশিরভাগ নারী ক্রিকেটারই তাদের আয়-রোজগারের জন্য ঘরোয়া ক্রিকেটের ওপর নির্ভরশীল। এছাড়াও আমাদের যে অনুশীলন ক্যাম্প করার কথা ছিলো, সেটিও করোনার কারণে এখন হচ্ছে না। ফলে ক্রিকেটাররা বাধ্য হয়েই অলস বসে আছে এবং তাদের এখন আমাদের সাহায্যের দরকার আছে।’
আজকের বাজার / এ.এ