বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মত নারী এশিয়া কাপে শিরোপা এনে দিয়ে এক সোনালি অধ্যায়ের জন্ম দিল সালমা-রুমানাদের দল।
রোববার (১০ জুন) মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল মাঠে রুদ্ধশ্বাস এক ম্যাচে ৩ উইকেটে জিতে যায় বাংলাদেশ। এশিয়ার চ্যাম্পিয়ন হয় সালমা-রুমানারা।
ইতিহাস গড়ে দেওয়া সালমা-রুমানাদের এই বিজয়ে কোন পুরস্কার থাকবে কিনা এমন সিদ্ধান্তের ব্যাপারে জানা যাবে আগামী সোমাবার।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, মেয়েদের ক্রিকেটে এটা অনেক বড় সাফল্য। তারা পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখে। কাল আমাদের বোর্ড সভা আছে। সেখানে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো। আগামীতে ভালো খেলতে এই সাফল্য ওদের আরও বেশি অনুপ্রাণিত করবে।
আজকের ফাইনাল ম্যাচে টসে জিতে বোলিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১২ রানে আটকে দেয় ভারতকে। তার জবাবে ব্যাট হাতে নেমে শেষ বলে ২ রান করে ১১৩ রানের লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশের মেয়েরা।
আজকের বাজার/ এমএইচ