নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। বৃহস্পতিবার ক্যানেভেরার মানুকা ওভাল স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিং করছে সালমা খাতুনের দল।
স্বাগতিকদের বিপক্ষে একাদশে পরিবর্তন নিয়ে নেমেছে টাইগ্রসেরা। পান্না ঘোষের বদলে দলে জায়গা করে নিয়েছেন অফ স্পিনার খাদিজাতুল কুবরা।
এদিকে প্রথম ম্যাচে ভারতের কাছে হারতে হয়েছে বাংলাদেশ।
অন্যদিকে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিয়েছে ছোট ফরম্যাটে নারীদের বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার।
বাংলাদেশ একাদশ:
শামীমা সুলতানা, মুরশিদা খাতুন হ্যাপি, সানজিদা ইসলাম, নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, ফাহিমা খাতুন, জাহানারা আলম, সালমা খাতুন (অধিনায়ক), নাহিদা আক্তার ও খাদিজাতুল কুবরা।
আজকের বাজার/এমএইচ