নারী টি-২০ বিশ্বকাপ : কঠিন গ্রুপে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ২০২০ নারী টি-২০ বিশ্বকাপের সুচি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী বছর ২১ ফেব্রুয়ারি শুরু হবে দশ দলের অংশ গ্রহণে এ টুর্নামেন্ট।

বাছাই পর্ব থেকে উন্নীত বাংলাদেশ ও থাইল্যান্ড ছাড়া টুর্নামেন্টে অংশ গ্রহণকারী অপর আটটি দল হচ্ছে- অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। আন্তর্জাতিক নারী দিবসে ৮ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল।

কঠিন হিসেবে বিবেচিত এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত নিউজিল্যান্ড ও শ্রীলংকা।
বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাই পর্ব থেকে উন্নীত থাইল্যান্ড।

বাছাই পর্বের ফাইনাল নিশ্চিত করার পর বাংলাদেশ ও থাইল্যান্ড মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।

গতকাল ডান্ডিতে অনুষ্ঠিত ফাইনালে থাইল্যান্ডকে ৭০ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার বাছাই পর্বের শিরোপা জয় করে বাংলাদেশ।

আজকের বাজার/লুৎফর রহমান