ঢাকা বিকেএসপিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল অনুশীলন ক্যাম্প শুরু করেছে। আজ রোববার থেকে শুরু হওয়া অনুশীলন ক্যাম্প ২৩ নভেম্বার পর্যন্ত চলবে। অনুশীল ক্যাম্পে জাতীয় নারী ক্রিকেট দলের ১৭ সদস্য অংশগ্রহণ করেছেন।
অনুশীলন ক্যাম্প শেষে ভারত সফরে ২ওয়ানডে, ২ টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ নারী ক্রিকেট দল:
রোমানা আহমেদ, জাহানারা আলম, পান্না ঘোষ, লতা মন্ডল, ফারজানা হক পিংকি, শারমিন সুলতানা, নিগার সুলতানা জোতি, সানজিদা ময়না, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার ,লিলি রানী, সুরাইয়া আজমিম ছন্দা, শায়লা শারমিন ,সালমা খাতুন, মোর্শেদা খাতুন হ্যাপি, খাদিজাতুল কোবরা, শামিমা সুলতানা।
আজকের বাজার: সালি / ১৩ নভেম্বর ২০১৭