নারী উন্নয়নে অবদানের জন্য আন্তর্জাতিক নারী দিবসে সম্মাননা পেলেন নন্দিত অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। বিশ্ব নারী দিবসে ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও ক্যামব্রিজ রোটারি ক্লাবের উদ্যোগে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন ববিতা।
সম্মাননা পেয়ে ববিতা বলেন, ইতিহাসের পাতা থেকে ভবিষ্যতের পৃথিবীতে নারীদের জয়যাত্রাকে তুলে ধরে নারী দিবস। জাতি, ধর্ম, ভাষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি সব দর্শনের ঊর্ধ্বে গিয়ে কুর্নিশ জানানো হয় নারীর কৃতিত্বকে। এ দিনটিকে উপলক্ষ করে আরো জোরদার হয়ে ওঠে নারীর অধিকারের লড়াই। এ বিশেষ দিনের আয়োজনে এ ধরনের সম্মাননা পেয়ে ভালোই লাগছে। এ সম্মাননা সব নারী ও শিশুকে উৎসর্গ করলাম।
মাঝে মাঝে যে কোনো অনুষ্ঠান আয়োজনে দেখা গেলেও এখন আর অভিনয়ে খুব একটা দেখা যায় না ববিতাকে। এ প্রসঙ্গে ববিতা বলেন, সেরকম গল্প পাই না বলেই অভিনয়ে দেখা যায় না। অভিনয়ের মানুষ আমি। অভিনয় থেকে দূরে থাকা অসম্ভব। এরই মধ্যে বেশ কয়েকটি ছবিতে কাজের প্রস্তাব পেয়েছি। দেখা যাক কী হয়। সূত্র-ডেইলি-বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান