আজ ৮ মার্চ, ২০২২, মঙ্গলবার, কেন্দ্রীয় শহীদ মিনারে নারীর প্রতি শ্রদ্ধা,ভালোবাসা নিবেদন রেখে, "বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্ট, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড" আয়োজনে"টেকসই আগামী জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য" এ প্রতিপাদ্যকে সামনে রেখে "আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে এক বণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করা হয়, বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্ট এ-র প্রধান সমন্বয়ক, মোঃআমিনুল ইসলাম টুববুস এ-র সভাপতিত্বে "অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা, মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব, জাবেদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ প্রজন্মের জনপ্রিয় পপ শিল্পী মেহরীন,উপস্থিত ছিলেন ব্রেন্ড এন্ড লাইফ হসপিটালের ব্যাবস্হাপক,ফকরুল হোসেন, আশিক ফাউন্ডেশনের, চেয়ারপারসন সালমা চৌধুরী,বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সহ সভাপতি, দিদার হোসেন পাটোয়ারী,বিডি ক্লিক এ-র সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, মৃক্তিকা সমাজ কল্যাণের,সভাপতি, খাদিজা খানম, ঢাকা বিশ্ব বিদ্যালয় ফিমেল সাইক্লিস্ট এর ফাউন্ডার,শিরিন আক্তার, উৎসব আহবান ,দুলীন আজাদ কেরানীগঞ্জ সাইক্লিং এর রফিকুল হাসান রফিক, সহ প্রমূখ, নারী পুরুষ সমতায় সাইকেল সাইকেল র্যালিতে দুই শত সাইক্লিস্ট অংশ নেন,