নারী ও শিশু নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে নিজের সোচ্চার অবস্থান ব্যক্ত করে তারকা ক্রিকেটার সাকিব আল হাসান বলেছেন, আমাদের নারী ও শিশুরা যাতে নির্বিঘ্ন এবং শংকাহীন জীবন যাপন করতে পারে সে জন্য লড়াই করতে হবে।
সাকিব বলেন, নারী ও শিশু নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সোচ্চার হবার এটিই সঠিক সময়। তিনি বলেন,‘ অসাধারণ একজন নারীর ছেলে আমি, জীবনে চলার পথে স্ত্রী হিসেবে পেয়েছি অপূর্ব একজন নারীকে। দারুণ একজন নারীর ভাই আমি আর দুটি ফুটফুটে কন্যার বাবা আমি।’
মঙ্গলবার নিজের ফসবুক পোস্টে তিনি আরো লিখেছেন,‘ এক শ্রেণির বর্বর মানুষ বয়স, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নারী ও শিশুদের প্রতি প্রতিদিনই যে জঘন্য অন্যায় করছে, তারপর আর আমি চুপ করে থাকতে পারি না। আমার অবস্থান তাই সব ধরনের ঘৃণা, অমানবিকতা ও সহিংসতার বিরুদ্ধে।’
তিনি আরো লিখেছেন,‘ একে অপরের অধিকার রক্ষা ও আদায়েরর জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, ঠিক যেভাবে আমাদের অধিকার নিশ্চিত করতে লড়েছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করি এবং আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি, যাতে তারা স্বপ্ন দেখতে পারে এবং নির্ভয়ে তাদের জীবন যাপন করতে পারে। মনে রাখবেন, আজকে আমরা যদি এই বর্বর আচরণ ও মানষিকতার বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তাহলে একদিন আমাদের প্রিয়জনদের একজনই হতে পারে এই নির্মমতার শিকার।’
অনুশীলন ও শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে গত মাসে দেশে ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিষেধাজ্ঞায় থাকা দেশ সেরা এই অল রাউন্ডার। কোয়ারেন্টিন ইস্যুতে বাংলাদেশ ও শ্রীলংকান ক্রিকেট বোর্ডের মধ্যে মতবিরোধ দেখা দেয়ায় অনির্দ্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। আগামী ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবেন সাকিব। এপর তিনি যোগ দেবেন বাংলাদেশ দলে।