নারী নির্যাতনের অভিযোগে স্ত্রী’র দায়ের করা মামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, স্ত্রী’র অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে নিজ বাসা থেকে ড. মোস্তাফিজকে গ্রেপ্তারের পরের দিন রবিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ড. মোস্তাফিজের স্ত্রী বলেন, ‘২০১৭ সালে আমাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে নির্যাতন করতে থাকে আমার স্বামী। আমরা বিষয়টি সমাধানের জন্য পারিবারিকভাবেও বসেছি, কিন্তু সমাধান হয়নি।’পরবর্তীতে বাধ্য হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১/গ ধারায় চলতি বছরের ১০ ফেব্রয়ারি স্বামীসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন তিনি। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান