নারী ফুটবল দলের আরও ১১ জনকে প্রধানমন্ত্রীর পুরস্কার

সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট জেতায় অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দলের আরও ১০ খেলোয়াড় ও এক কর্মকর্তাকে পুরস্কৃত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাজধানীতে নিজ কার্যালয়ে ওই ১১ জনের হাতে আর্থিক পুরস্কারের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

১০ খেলোয়াড় হলেন- রুকসানা, মাসুরা পারভীন, শিউলি আজিম, মোসাম্মৎ ইসরাত জাহান রত্মা, বেগম মারজিয়া, সানজিদা আক্তার, ইসরাত জাহান স্বপনা, কৃষ্ণা রানী সরকার এবং রাজিয়া খাতুন। মিডিয়া কর্মকর্তা খালিদ মাহমুদ।

বাংলাদেশের জন্য অসামান্য গৌরব বয়ে আনায় প্রত্যেক খেলোয়াড়কে ১০ লাখ করে এবং কর্মকর্তাকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেয়া হয়।

২০১৮ সালের অক্টোবরে ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপের অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা।

গত ১১ অক্টোবর এক অনুষ্ঠানে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী অনূর্ধ্ব-১৮ দলের ৩০ সদস্যের মধ্যে ১৯ জনকে পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার বাকি ১০ খেলোয়াড় ও এক কর্মকর্তাকে আর্থিক পুরস্কারের চেক দেয়া হলো। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ