নারী ভোটারের উপস্থিতি বেশি

প্রথমবারের মত দলীয় প্রতীকে ভোট গ্রহণ চলছে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে। বহৃস্পতিবার ২১ ডিসেম্বর সকাল আটটায় ভোট শুরু হয়েছে, চলবে একটানা বিকেল চারটা পর্যন্ত। এখন পর্যন্ত কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। লাইন ধরে সুশৃঙ্খলভাবে ভোটাররা ভোট দিচ্ছেন।সকালে বিভিন্ন কেন্দ্র ঘুরে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। সাংসারিক কাজের জন্যই তারা তাড়াতাড়ি ভোট দিতে এসেছেন।

অনেকেই তাদের পরিবারের বয়োঃবৃদ্ধদের ভ্যানে করে ভোট কেন্দ্রে নিয়ে এসেছেন।

রসিক নির্বাচনে এবার মেয়র পদে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে শীর্ষ তিন দলের হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু, জাপার মোস্তাফিজার রহমান মোস্তফা এবং বিএনপির কাওসার জামান বাবলা আলোচনার শীর্ষে রয়েছেন।

নির্বাচনে ১৯৩টি কেন্দ্রে ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।

আজকের বাজার: আরআর/ ২১ ডিসেম্বর ২০১৭