শেরপুরের নালিতাবাড়ীতে গাড়ি ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে একটি টিভিএস মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ জুন) দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে। শুক্রবার (৮ জুন) রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আফাজ উদ্দিনের ছেলে রাসেল মিয়া (২০) এবং নালিতাবাড়ীর কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে শাকিল মিয়া (১৮)।
নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারোয়ার হোসেন জানান, গাড়ি ছিনতাইকারী চক্রের সদস্য ওই দুই যুবক পরস্পর আত্মীয় এবং সম্পর্কে বেয়াই। তাদেরকে বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আরও কোনো অভিযোগ রয়েছে কি-না যাচাই-বাছাই করা হচ্ছে।
আজকের বাজার/একেএ