নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হলো খালেদাকে

কুমিল্লায় নাশকতার মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। যার জামিন শুনানি হবে আগামী ১০ই এপ্রিল। গেলো ১২ই মার্চ কুমিল্লায় নাশকতার মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন আদালত। আজ রোববার কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোস্তাইন বিল্লাহ এ আদেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ৩রা ফেব্রুয়ারি বিএনপির ডাকা অবরোধ চলাকালে, ওই দিন দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সে সময় বাসের কয়েক যাত্রী জানালা দিয়ে লাফিয়ে প্রাণ বাঁচাতে পারলেও দগ্ধ হন অন্তত ২০ যাত্রী। তাদের মধ্যে আটজন নিহত হন।

এ ঘটনায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, প্রয়াত এম কে আনোয়ার, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সালাউদ্দিন আহমেদ এবং মামলার প্রধান আসামি জামায়াতের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ ৭৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

পরবর্তী সময়ে সে মামলার অভিযোগপত্র আমলে নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

গত ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়। এরপর নাজিম উদ্দিন রোডে পুরোনো কেন্দ্রীয় কারাগারকে খালেদা জিয়াকে রাখা হয়।

এস/