সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে নির্বাচিত হয়েছেন মোঃ নাসিম রেজা নূর দিপু। ৫৩২৫২ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জিহাদ আল ইসলাম পেয়েছেন ১৩৮২০ ভোট।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন হাসনা হেনা। তিনি ভোট পেয়েছেন ৫৪৯৮৩টি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নূরই ফাতেমা পেয়েছেন ১২৪৯২ ভোট।
সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোঃ রিয়াজ উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি আগেও উপজেলার চেয়ারম্যান ছিলেন। জানা গেছে, সিরাজগঞ্জ সদর উপজেলার মোট ভোটার সংখ্যা তিন লক্ষ আটানব্বই হাজার।