‘নাস ডেইলি’ নামে বিশ্বব্যাপী জনপ্রিয় ফেসবুক সেলিব্রেটি নুসাইর ইয়াসিন তার ফেসবুক পেজে বাংলাদেশের চলমান নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের একটি ভিডিও প্রকাশ করেছেন।
রোববার (৫ আগস্ট) বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে প্রকাশিত ওই ভিডিওটি প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা ০৬ মিনিট) ১২ লাখ ২১ হাজার ৯৯৫ দর্শক দেখেছেন। খবর ই্উএনবি।
ভিডিওটির শিরোনামে লেখা হয়েছে দেশটির দিকে দৃষ্টি দেয়া প্রয়োজন (দি কান্ট্রি নিডস এটেনশন)।
ভিডিওতে নুসাইর চলমান আন্দোলনের ভিডিও প্রকাশের জন্য বাংলাদেশ থেকে অসংখ্য ই-মেইল পেয়েছেন বলেও দাবি করেছেন।
তিনি বলেন, শিক্ষার্থীরা বর্তমানে রাস্তায় নেমে আন্দোলন করছে। তারা সড়কের নিরাপত্তার কথা বলছে। কারণ সেখানে বেপোরোয়াভাবে যানবাহন চলাচলের জন্য অসংখ্য মানুষের মৃত্যু ঘটে।
নুসাইর অভিযোগ করে বলেন, সেখানে চলমান আন্দোলন সহিংসতায় রূপান্তরিত হলে কয়েকশ আহত হয়।
ভিডিওর শেষের দিকে সামাজিক যোগযোগ মাধ্যম ব্যবহার করে তাদের কণ্ঠতোলা ও দাবি জানানোর জন্য শিক্ষার্থীদের প্রশংসা করে তিনি বলেন, অনলাইন কার্যক্রমের মাধ্যমে তৃণমূলের সবাই অংশ নিয়েছে, এটি দারুণ ব্যাপার।
ভিডিও: https://www.facebook.com/nasdaily/videos/1116405758511575/
আজকের বাজার/এমএইচ