শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের চোখের অপারেশনের কারণে আগামী ২৪ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ম সমাবর্তন হচ্ছে না। এমনটাই জানিয়েছেন সমাবর্তন কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এম আবদুস সোবহান।
ড. এম আবদুস সোবহান বলেন, সমাবর্তনের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার চোখের অপারেশনের জন্য ২৪ তারিখ আসতে পারবেন না। তাই আয়োজন স্থগিত করা হয়েছে।
এর আগে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সমাবর্তন স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে সকালে অনুষ্ঠিত এক বৈঠকে সমাবর্তন স্থগিত করার সিদ্ধান্ত নেয় সমাবর্তন কমিটি।
উল্লেখ, দেশের দ্বিতীয় বৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ম সমাবর্তনে প্রায় ৭ হাজার গ্র্যাজুয়েট নিবন্ধন করেছেন। এ সমাবর্তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের যোগ দেয়ার কথা ছিল। তবে শিক্ষার্থীরা তার হাত থেকে সনদগ্রহণ করতে চান না বলে দাবি জানিয়েছিলেন।
আজকেরবাজার/এস