নাহি অ্যালুমিনিয়ামের লেনদেন শুরু

নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেলের শেয়ার ১০০ টাকা দিয়ে লেনদেন শুরু হয়েছে।  রোববার ২৪ ডিসেম্বর  সকাল সাড়ে ১০টায় এই দরে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

১০ টাকা দরের নাহি অ্যালুমিনিয়ামের শেয়ার দর ১০০ টাকায় লেনদেন শুরু হয়েছে। অর্থাৎ প্রথম লেনদেনেই শেয়ারটির দর ৯০ টাকা বা ৯০০ শতাংশ বেড়েছে।তবে কোম্পানির ২০১০-১৬ অর্থবছরের জন্য ঘোষিত ১০ শতাংশ বোনাস শেয়ারের কারনে সমন্বিত দর ৯.১০ টাকা।

এরপরে লেনদেনের ২০ মিনিটে বা সকাল সকাল ১০টা ৫০ মিনিটের মধ্যে শেয়ারটি সর্বোচ্চ ১২০ টাকায় লেনদেন হয়। যা সর্বনিম্ন ৯৫ টাকায় লেনদেন হয়েছে।

এদিকে কোম্পানিটির শেয়ার দর সকাল ১০টা ৫০ মিনিটে ৯৬.২০ টাকায় লেনদেন হয়েছে।

আজকের বাজার:এসএস/২৪ডিসেম্বর ২০১৭