নাড়ির টানে ঢাকা ছাড়ছেন নগরবাসী

আসন্ন ঈদকে কেন্দ্রকরে বেড়েছে মানুষের ব্যস্ততা। বিভিন্ন মাধ্যমে ঢাকা ছাড়ছেন নগরবাসী।

সোমবার (১১ জুন) ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে আসতে শুরু করেন যাত্রীরা। যারা দোসরা জুন আগাম টিকিট কেটেছেন তারাই যাচ্ছেন আজ। উপচে পড়া ভিড় না থাকলেও, আসন ফাঁকা ছিল না কোন রুটের ট্রেনে। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে আজ থেকে স্ট্যান্ডিং টিকিট ছেড়েছে রেল কর্তৃপক্ষ।

সিলেটের উদ্দেশ্যে পারাবাত, খুলনার সুন্দরবন, চট্টগ্রামের সোনার বাংলা, রাজশাহীর উদ্দেশ্যে ধূমকেতু এক্সপ্রেস নির্দিষ্ট সময়ে স্টেশন ছেড়ে গেছে। যাত্রীরা জানান, কষ্ট করে ট্রেনের টিকিট কাটার পরে, ঝামেলা ছাড়া ঘরে ফিরতে চান তারা।

আরজেড/