নানা গুনে গুণান্বিত এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পপির মুখে খুব যত্ন সহকারে মেকআপ করছেন তিনি। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
বিভিন্ন সময় বিভিন্ন কারণে মাহফুজুর রহমান আলোচনায় এসেছেন। এবার নতুন করে আলোচনার জন্ম দিলো মেকআপ করার ছবিটি। ঠিক কী কারণে পপিকে মেকআপ করেছেন মাহফুজুর? জানতে যোগাযোগ করা হয় একসময়ের জনপ্রিয় এই নায়িকার সঙ্গে। কিন্তু শুটিংয়ের ব্যস্ততার কারণে ফোন ধরতে পারেননি।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) সূত্রে জানা যায়, বিএফডিসিতে এটিএন বাংলার ভাড়া করা ফ্লোরে নায়িকা পপি অভিনীত নতুন ছবি ‘সাহসী যোদ্ধা’র আইটেম গানের শুটিং চলছিল। মাহফুজুর রহমান শুটিং দেখতে উপস্থিত হয়েছিলেন সেখানে। ওই সময় এই ঘটনা ঘটেছে।
সাহসী যোদ্ধা ইউনিটের মেকআপ আর্টিস্ট বিল্পব জানান, শুটিং দেখার একপর্যায়ে মাহফুজুর রহমানের মনে হয়, পপির মেকআপ ঠিকঠাক হয়নি। বিষয়টি সে জানালে ইউনিটের আরেক মেকআপ আর্টিস্ট মনির মেকআপ ঠিক করতে যান।
এ সময় মাহফুজুর রহমান মেকআপ আর্টিস্ট মনিরের কাছ থেকে সরঞ্জাম নিয়ে নায়িকা পপিকে মেকআপ দিতে শুরু করেন। নায়িকা পপি অভিনীত ‘সাহসী যোদ্ধা’ ছবিটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। এর গল্প ও চিত্রনাট্য করছেন কমল সরকার।
এস/