বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
না ফেরার দেশে অধ্যাপক অজয় রায়
প্রকাশিত - ডিসেম্বর ৯, ২০১৯ ৭:১৮ পিএম
অধ্যাপক অজয় রায় আর নেই। আজ দুপুর ১২টা ৩৫ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগকরেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। গত ২৫ নভেম্বর থেকে তিনি হাসপাতালের নিবিড় পরিচার্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
শিক্ষা আন্দোলন মঞ্চের প্রতিষ্ঠাতা অধ্যাপক অজয় রায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতাদের একজন। পরবর্তীতে নির্মূল কমিটির উপদেষ্টাও ছিলেন তিনি।তিনি ২০১২ সালে পদার্থবিজ্ঞানে একুশে পদক অর্জন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অবসরপ্রাপ্ত অধ্যাপক অজয় রায় ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জঙ্গিদের হামলায় নিহত ব্লগার-লেখক অভিজিৎ রায়ের বাবা।
ড. অজয় রায় ১৯৩৫ সালের ১ মার্চ দিনাজপুরে জন্মগ্রহণ করেন।একাত্তরের মুক্তিযুদ্ধ অংশগ্রহণকারী অজয় রায় বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক ছিলেন।এছাড়া সম্প্রীতি মঞ্চের সভাপতি, বাংলাদেশ ইতিহাস পরিষদের সহ-সভাপতি ছিলেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.