না ফেরার দেশে রসিকের প্রথম মেয়র ঝন্টু

রংপুর সিটি করপোরেশনের (রসিক) সাবেক মেয়র ও রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সরফুদ্দীন আহমেদ ঝন্টু আর নেই।

রোববার ২৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রসিকের (দশম সিটি করপোরেশন) প্রথম নির্বাচিত এই মেয়র।

তার একমাত্র ছেলে রিয়াজ আহমেদ হিমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে টানা ২৬ দিন ধরে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

সরফুদ্দীন ঝন্টু ১৯৫২ সালের ৭ জুলাই রংপুরের ইজ্ঞিনিয়ার পাড়ায় মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা- মৃত: মহিউদ্দীন আহমেদ, মাতা-মৃত জোবেদা খাতুন। ১৯৬৭ সালে রংপুর জিলা স্কুল থেকে দুটি বিষয়ে উপর স্টার মার্ক নিয়ে মেট্রিক প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং প্রথম বিভাগে এইচ এস সি পাস করেন ও রংপুর সরকারি কলেজ থেকে বি কম পাস করেন।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নিজের জীবন বাজি রেখে পাকিস্তানী হানাদার বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করেন। সরফুদ্দিন আহমেদ ঝন্টু ‘৮০ দশকের শুরু থেকে রাজনীতিতে জড়িত।

আরএম/