করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নয়টি এলাকার স্কুলসমূহ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
গভর্ণর এন্ড্রু কওমো সোমবার ঊ্রুকলিন ও কুইন্সের এইসব এলাকার সরকারি বেসরকারি স্কুলসমূহ বন্ধের এ ঘোষণা দেন। মঙ্গলবার থেকে এ ঘোষণা কার্যকর হবে।
গত সাতদিন ধরে এই্সব অঞ্চলে সংক্রমণের হার তিন শতাংশেরও বেশি। কিন্তু দুটি এলাকায় সাতদিন ধরে সংক্রমণের হার আট শতাংশেরও বেশি বলে জানা গেছে।