নিউইয়র্ক বিমানবন্দরে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে বহনকারী বিমান জরুরি অবতরণ করেছে। হঠাৎ যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে বিমানটি জরুরি অবতরণ করে বলে জানিয়েছে তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদুলো এজেন্সি।
একই রকম তথ্য দিয়ে স্পুটনিক নিউজ জানিয়েছে, কানাডার আকাশসীমায় থাকা অবস্থায় বিমানের ত্রুটি ধরা পড়ে। এটি পুনরায় নিউইয়র্কে ফিরে জরুরি অবতরণ করে। শনিবার এ তথ্য জানায় স্পুটনিক নিউজ।
সপ্তাহ ধরে চলা জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠক শেষে প্রধানমন্ত্রী ইমরান খান ও তার সফরসঙ্গীরা দেশে ফিরছিলেন। কিন্তু কানাডার টরেন্টোর কাছে আসার পর বিমানে ত্রুটি ধরা পড়ে। ফলে সেটি নিউইয়র্কে ফিরে জরুরি অবতরণ করে।
স্পুটনিক নিউজ জানানো হয়, বিমানের প্রযুক্তিগত সামান্য ত্রুটি সারানো হয়েছে এবং এতে উদ্বেগের কিছু নেই। ইমরান খানকে বহনকারী বিমান নিউইয়র্কে ফিরে যাওয়ার পর তিনি আবার হোটেলে গেছেন। সেখানে তিনি বিশ্রাম নেবেন। শনিবার সন্ধ্যায় বা রাতে তিনি দেশের উদ্দেশে রওনা দেবেন।
আজকের বাজার/এমএইচ