নিউইয়র্কের ম্যানহাটনে সোমবার ৫৪ তলা একটি ভবনের ছাদে জরুরি অবতরণকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়। এ সময়ে ছাদে আগুন ধরে যায় এবং পুরো ভবন কেঁপে ওঠে। যদিও আগুন খুব দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয়।
জরুরি সেবা সার্ভিস জানিয়েছে, সেভেনথ এভিনিউয়ের ৫৪ তলা ভবনের ছাদে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নগরীর হেলিপোর্ট থেকে এটি আর মাত্র ১০ মিনিটের দূরত্বে ছিল।
নিউইয়র্কের অগ্নিনির্বাপক বিভাগ একজনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে। মেয়র বিল ডি ব্লাসিও মনে করছেন নিহত ব্যক্তি হেলিকপ্টারটির পাইলট।
তিনি বলেন, দুর্ঘটনাটি আরো মারাত্মক রূপ নিতে পারতো। কারণ, যতোদূর জেনেছি ভবন কিংবা নিচের কেউ এ ঘটনায় আহত হয়নি।
তিনি আরো বলেন, এ মুহূর্তে একে সন্ত্রাসী কাজ বলে কোন ইংগিত পাওয়া যায়নি। মার্কিন বিমান নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, হেলিকপ্টারে কেবলমাত্র পাইলটই ছিল।
দ্য ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন (এফএএ) হেলিকপ্টারটিকে অসাস্তা এ ওয়ান জিরো নাইন ই হিসেবে সনাক্ত করে। স্থানীয় সময় দুপুর একটা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটেছে বলে এফএএ বলছে।
দ্য ন্যাশনাল ট্রান্সপোর্টেশান সেফটি বোর্ড দুর্ঘটনার তদন্ত করবে।