যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে শুক্রবার রাতে প্রচন্ড ঝড়ে ক্রিসমাসের ভোরে ১ লাখের বেশী গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয় রিপোর্ট সংগ্রহকারী সংস্থা পাওয়ারআউটজ জানিয়েছে, শুক্রবার ওয়েস্টচেস্টার, রকল্যান্ড, আলস্টার, অরেঞ্জ এবং ডাচেস কাউন্টিগুলো থেকে বিদ্যুৎ বিপর্যয়ের ৭৩ হাজার ৯২৬ রিপোর্ট পাওয়া গেছে।
নিউইয়র্ক ও ওয়েস্টচেস্টারে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কনেড (কনএডিসন) বলেছে, পাঁচটি কাউন্টি শহরের চেয়ে নিউইয়র্কের অবস্থা ভালো, এখানে বিদ্যুৎবিহীন অবস্থার ১৭ হাজার রিপোর্ট পাওয়া গেছে, স্টেটেন আইল্যান্ড থেকে বিগ অ্যাপেলের (নিউইয়র্ক) বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। এখানে ৩,৫০০ বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন হবার খবর পাওয়া গেছে।
ভারি বৃষ্টিপাত এবং ঘন্টায় ৬৫ মাইল (১০৫ কিলোমিটার) বেগে প্রবাহিত এই ঝড়ে নিউজার্সির ৪৯ হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাওয়ারআউটেজ এর হিসাবে দেশটির উত্তরপূর্বাঞ্চল জুড়ে ২ লাখ ৭৫ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।